আওয়ার ইসলাম: রাশিয়া বিশ্বকাপে ফিফার আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেখানে তাকে দেখে জড়িয়ে ধরেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।
লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন এ ঘটনা ঘটে। এ সময় ফুটবল সম্রাট ফিলিস্তিনের নির্যাতিত জনগনের পাশে সব সময় থাকার ঘোষণা দেন।
তিনি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের নির্যাতনের শিকার ফিলিস্তিনের প্রতি সবসময় সমর্থন জানাবেন বলেও ঘোষণা দেন।
ইনস্টাগ্রামে এ বিষয়ে ম্যারাডোনা লিখেন, ‘আমি একজন ফিলিস্তিনি।’ একই সঙ্গে তিনি মুক্ত ফিলিস্তিনের আহ্বানও জানান।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাহমুদ আব্বাসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ম্যারাডোনা লেখেন, তিনি চান শান্তি এবং মুক্ত ফিলিস্তিন। প্রেসিডেন্ট আব্বাস একটি সঠিক এবং শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফিলিস্তিন ইস্যুতে আয়ারল্যান্ডে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ
-আরআর