আবদুল্লাহ তামিম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান বলেছেন, তাহরিকে ইনসাফ ক্ষমতায় এলে দেশে ইসলামের নাম গন্ধও থাকবে না।
পাকিস্তানের ডেরা ইসমাইল খাঁতে এক সংবাদ সম্মেলনে মওলানা ফজলুর রহমান আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ও শান্তি, নিরাপত্তার পরিবর্তে যারা দেশে সন্ত্রাস জন্ম দেয় তাদের ক্ষমতায় দিলে দেশে ইসলামের নাম গন্ধও থাকবে না।
তিনি বলেন, উত্তর ওয়াজিরিস্তানে আমাদের দলের তিন সদস্য নিহত হয়েছে তাদের চক্রান্তের কারণে। আমাদের অনেক অনেক তরুণ সদস্যকে গুম করেছে তারা।
তাহরিক নেতারা দেশে ইসলাম চায় না, চায় নিজেদের ক্ষমতা। তাই সময় থাকতে জমিয়তকে জয়যুক্ত করুন।
মাওলানা ফজলুর রহমান আরো বলেন, দেশের ও দশের ভালো চাইলে দেশকে রক্ষা করতে হলে আমাদের বুঝে শুনে ভোট দিতে হবে।
উল্লেখ্য, আগামী ২৬ জুলাই পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন এ উপলক্ষ্যে দেশটিতে চলছে প্রচারণ।
এক্সপ্রেস নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
ইমরান খানের কপালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন আছে?
-আরআর