আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচার, গ্রেপ্তার ছাত্রদের মুক্তি এবং ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুশাদ ফরীদি
এসময় তাঁরা ‘শিক্ষা এবং হাতুড়ি এক সঙ্গে চলে না’, ‘শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলার বিচার চাই’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড বহন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, নিজেদের সকল দাবি আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত চলমান কর্মসূচির অংশ হিসেবে এই ধরনের মানববন্ধন চলমান থাকবে।
কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি এবং শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার বিচারের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও অংশ নেন।
তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
অারও পড়ুন: কোটা নিয়ে স্ট্যাটাস; জাবির ছাত্রীকে ধর্ষণের হুমকি ছাত্রলীগের