আওয়ার ইসলাম: ইসরাইলের শক্তিশালী সেনাবাহিনীকে হতবিহ্বল করতে ঘুড়ি একটি শক্তিশালী অস্ত্র হতে পারে, তা হয়ত কেউ অনুমান করতে পারেনি। শেষ পর্যন্ত গাজা উপত্তকা থেকে উড়ে আসা ঘুড়ির সামনে অসহায় হয়ে পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরাইল। ঘুড়ি মোকাবেলায় বিশেষ ড্রোন তৈরি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না তারা।
ইসরাইল ফিলিস্তিনি ঘুড়ির কাছে পরাজিত হয়েছে বলে স্বীকার করেছেন লেবার পার্টির প্রধান এভি গ্যাবি।
তিনি বলেছেন, উন্নত সমরাস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও ঘুড়ি মোকাবেলা করতে পারছে না সরকার ও সামরিক বাহিনী। তিনি এটাকে ইসরাইলের জন্য বড় পরাজয় বলে অভিহিত করেছেন।
ইসরাইলের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে উড়ে আসা শত শত ঘুড়ি ধ্বংস করা যাচ্ছে না।
ইসরাইলি ড্রোনগুলো আকাশেই ঘুড়িগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সব ঘুড়ি ধ্বংস করা সম্ভব হচ্ছে না। কারণ উড়ে আসা ঘুড়ির সংখ্যা অনেক।
অারও পড়ুন-
ফিলিস্তিনিদের ঘুড়ি আতংকে ইসরাইল!
ফিলিস্তিনিদের যে খেলনা অস্ত্রের ভয়ে আতঙ্কিত ইসরায়েল
সেই ঘুড়ি উড্ডয়নকারীদের গুপ্ত হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর!