আওয়ার ইসলাম : শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আরব রাষ্ট্র জর্দানকে ইসরাইল ‘স্বঘোষিত অপরাজেয়’ মারকাভা ট্যাঙ্ক উপহার দিয়েছে। জর্দানের একটি যাদুঘরে এ ট্যাঙ্ক রাখা হয়েছে। ইসরাইল দাবি করে থাকে- মারকাভা ট্যাঙ্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে মারাত্মক ও সুরক্ষিত ট্যাঙ্ক।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, একটি ট্রাকে করে মারকাভা ট্যাংকটি সম্প্রতি জর্দানে নেয়া হয়। ট্যাঙ্কটিকে জর্দানের রাজকীয় ট্যাঙ্ক যাদুঘরে প্রদর্শন করা হবে।
জেরুজালেম পোস্ট এ উপহারকে ইসরাইল ও জর্দানের মধ্যে প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক বেড়ে চলার ইঙ্গিত বলে মন্তব্য করেছে।
ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপনীয় অস্ত্রকে জর্দানের কাছে পাঠানো সংক্রান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানকে সই করতে হয়েছে। এর অর্থ জর্দান এখন ইসরাইলের বিশ্বস্ত বন্ধুর তালিকায় রয়েছে।
তবে ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের পাঁচটি মারকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল। এর মধ্যদিয়ে মারাকাভা সম্পর্কে যে মিথ চালু করা হয়েছিল তা ভেঙে যায়।
আরও পড়ুন : মাওলানা তারিক জামিলের জর্ডান সফরের একটি ঘটনা