বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

গণতন্ত্র না থাকলে ‘গালাগাল’ দিচ্ছে কীভাবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকতো, তাহলে বিএনপির নেতারা প্রকাশ্য অগণতান্ত্রিক, অশ্রাব্য ভাষায় শেখ হাসিনা ও তার সরকারকে গালিগালাজ করতে পারতেন না। এসব অশ্রাব্য মিথ্যাচার করার পরও পল্টন অফিসের সংবাদ সম্মেলন বন্ধ করা হয়নি, পুলিশ হস্তক্ষেপ করেনি।”

শেখ হাসিনার ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে সোমবার ঢাকার গুলিস্থানে কাজী বশির মিলনায়নে যুবলীগের একত আলোচনা সভায় একথা বলেন কাদের।

তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) যেখানে ইচ্ছা বক্তব্য দিচ্ছেন। সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক ভাষায় কথা বলেও তারা বলছেন দেশে গণতন্ত্র নাই। টকশোতে গিয়ে তাদের নেতারা যে ভাষায় ব্যবহার করেন, এখানে আমরা বিরোধী দলে থাকলে টকশো করার পর তারা রাস্তায় আটকানো হতো। কিন্তু আমরা তা পারি না। তারা স্বাধীনভাবে কথা বলছেন; তারপরও তারা বলছেন দেশে গণতন্ত্র নেই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করে অনেকে এখন শেষ বয়সে চলে এসেছেন। অনেকের আশা-আকাঙ্ক্ষা রয়েছে। কেউ কেউ মনোনয়ন চান। তবে জেতার মতো যোগ্যতা অর্জন করলে কেউ বঞ্চিত হবেন না।সভায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল  হোসেন চৌধুরী সম্রাট, উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলসহ অনেকে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক।

আরও পড়ুন : দোয়া নিয়ে সমর্থনের প্রচার; অশ্বস্তিতে শীর্ষ আলেমরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ