বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

খালেদার অসুস্থতা জানতে দেয়া হচ্ছে না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে জানতেও দিচ্ছে না। তারা তার চিকিৎসার বিষয়ে উদাসীনই নয়, হয়তো সরকারের নির্দেশে কোনো ভয়ঙ্কর মাস্টারপ্ল্যানের দিকে এগোচ্ছে।

সোমবার বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কতটুকু গুরুতর, সে খবর জানতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। গত পরশু পরিবারের সদস্যরা দেখা করতে গেলেও তার সুযোগ দেয়া হয়নি।’
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘বেগম জিয়া ট্রানজিয়েন্ট স্কিমিং অ্যাটাকে (টিআইএ) ভুগছেন। প্রায়ই তার জ্বর হচ্ছে। আর পায়ের ব্যথায় হাঁটতে পর্যন্ত পারছেন না।’

অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করে সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

আরও পড়ুন : খালেদার মুক্তি দাবিতে শুক্রবার বিএনপির বিক্ষোভ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ