আওয়ার ইসলাম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে।
রোববার (১৫ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১নং টার্মিনালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ৭ ইউনিট তা নিয়ন্ত্রণে আনতে তাদের কার্যক্রম শুরু করেন। আগুন লাগার কারণে বন্ধ ইমিগ্রেশন কার্যক্রমও আবারও শুরু হয়েছে।
আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এ ঘটনায় তারা কোনো আগুন দেখতে পাননি, দেখেছেন শুধু ধোঁয়া। সিলিংয়ের ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান জানান, ‘অল্পতে বিষয়টি আঁচ করতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’
আরও পড়ুন : শাহজালাল বিমানবন্দরে আগুন, ইমিগ্রেশন বন্ধ