আওয়ার ইসলাম: জ্বালানি তেলের দাম বাড়ার বিরুদ্ধে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট।
রোববার (১৫ জুলাই) হাইতির কংগ্রেসের নিম্নকক্ষে এক বক্তব্যে হাইতি প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জভেনেল ময়েসের কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছেন। প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণও করেছেন।
দেশটিতে জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিক্ষোভ হলে বেশ কিছু দোকান ও ভবনে অগ্নিকাণ্ড এবং লুটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে চারজনের প্রাণহানিও হয়।
দেশটির সরকার জ্বালানিতে ভর্তুকি তুলে দেওয়ার প্রস্তাব উত্থাপন করার পর থেকে বিক্ষোভ শুরু হয়েছিল।
সরকারের জ্বালানি তেলে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে পেট্রোলে ৩৮ শতাংশ, ডিজেলে ৪৭ শতাংশ ও কেরোসিনে ৫১ শতাংশ মূল্য বাড়তো।
বিক্ষোভে দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স কার্যত অচল করে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণও করেন বিক্ষোভকারীরা।
-আরআর