আওয়ার ইসলাম: দৈনিক মজুরিভিত্তিতে সারাদেশে নিয়োগপ্রাপ্ত তিন হাজারের বেশি কর্মচারী প্রায় ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না।
ফলে তাদের এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সেই সঙ্গে তাদের চাকরিতেও স্থায়ী করা হচ্ছে না। শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন কাজ করার পরও গ্রামীণ ব্যাংক তাদের এখনও স্থায়ী করেনি। তাদের কারও কারও গত ৫-৬ মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। গ্রামীণ ব্যাংক তাদের সঙ্গে প্রতারণা করছে।
গ্রামীণ ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতির আহ্বায়ক মো. আজিজুল হক বাবুল বলেন, ১০ থেকে ১৫, ১৫ থেকে ২০ বছর কাজ করার পরও গ্রামীণ ব্যাংক আমাদের স্থায়ী করছে না।
গত মার্চেও আমরা এ নিয়ে আন্দোলন করেছিলাম। ওই সময় তারা আমাদের বলেছিল- দুই মাসের মধ্যে ব্যবস্থা নেবে। আশ্বাসও দিয়েছিল। কিন্তু এখনও কোনও ব্যবস্থা তারা নেয়নি।
এমনকি আন্দোলনে নামার পর তারা এই শ্রেণির কর্মচারীদের দৈনিক বেতন ২৫ টাকা করে কমিয়ে দিয়েছে। আগে যেখানে ৪০০ টাকা করে দেয়া হতো। এখন তা কমিয়ে আনা হয়েছে ৩৭৫ টাকায়।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন গ্রামীণ ব্যাংকে চাকরি করলেও আমাদের চাকরি স্থায়ী হয়নি। গ্রামীণ ব্যাংক আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। ৯ মাস চাকরির পর স্থায়ীকরণের কথা ছিল। কিন্তু আমাদের বেলায় তা মানা হচ্ছে না।
আজিজুল হক বাবুল বলেন, পিয়ন কাম গার্ড হিসেবে কর্মরত ৩ হাজারেরও বেশি কর্মচারী গত প্রায় ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না।
এদের কেউ ৪ মাস, কেউ ৫ মাস, কেউ আবার ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে মানবেতর জীবনযাপন করছেন।
জমিয়তের কাউন্সিল; ১৫৩ সদস্যের নতুন কমিটি