আবদুল্লাহ তামিম: ইরাকে দক্ষিণাঞ্চলে চাকরির জন্য ভিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে বলে সংবাদ দিয়েছে আরব নিউজ।
বিক্ষোভকারীরা শনিবার মন্ত্রণালয়ের সামনে চাকরির জন্য বিক্ষোভ করায় পুলিশ তাদের উপর হামলা চালালে দুইজন নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন।
প্রসঙ্গত, সেখানে জনসাধারণের সেবায় অনিয়ম, দুর্নীতি ও চাকরির প্রতিবাদে ছয় দিনব্যাপী বিক্ষোভ চলছিলো।
বিক্ষোভকারী ও স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের কারণে নিরাপত্তা বাহিনী শহর-ভিত্তিক এলাকাগুলোতে কারফিউ ঘোষণা করেছিলেন।
বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে সরকারী ভবন ঘেরাও করায় তাদের উপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর প্রধান।
অারও পড়ুন –
ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন