আওয়ার ইসলাম : চীনের উইঘুরে রাস্তায় বের হওয়া মুসলিম নারীদের ধরে জোর করে বোরকা বা রোরকা সদৃশ লম্বা পোষাক কেটে ফেলা হচ্ছে। শুক্রবার তুরস্কের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, চীনের উইঘুর এলাকায় মুসলিম নারীদের পোষাক বিশেষ কোমরের নিচে পোষাক ঝুলে থাকলে বা বোরকা সদৃশ হলে তা কেটে নেয়ার নতুন এ নির্যাতন শুরু করেছে পুলিশ।
ডকুমেন্টিং এগেইনিস্ট মুসলিম (ডিওএম) নামক একটি সংগঠন জানিয়েছে, মুসলিম নারীদের পোষাক লম্বা হলে রাস্তার মাঝে তাকে ধরে তার পোষাক ছোট করে কেটে দেয়া হচ্ছে।
চীনে ২ কোটি মুসলিমের বাস৷ দীর্ঘ দিন ধরে চীনের উইঘুরে মুসলিম নির্যাতনের অভিযোগ রয়েছে।মুসলমানদের ইসলামের পথ থেকে সরিয়ে চীনের রীতিনীতিতে অভ্যস্ত করার জন্য সেখানে বন্দিশিবির খোলা হয়েছে৷ সেখানে অন্তত ৯ লাখ মানুষকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও, রমজান মাসে সেখানে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা ও মুসলিম প্রথা অনুযায়ী শিশুদের নাম রাখা নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন : চীনে মুসলিমদের বন্দি করে ‘ব্রেনওয়াশ’
মুসলিম দেশ উন্নয়নে চীনের ২০ হাজার কোটি ডলার ঋণ!