রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
অবশেষে আটক হলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীর এবং তার মেয়ে মরিয়ম নওয়াজ। আজ শুক্রবার লন্ডন থেকে পাকিস্তানের লাহোর বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় পাসপোর্ট।
বর্তমানে নওয়াজ ও নওয়াজ কন্যাকে বিশেষ একটি জায়গায় রাখা হয়েছে বলে বলে জানায় খালিজ টাইমস। লাহোর থেকে তাদেরকে সরাসরি রাজধানীর ইসলামাবাদের আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হতে পারে।
খবরে বলা হয়, ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে স্থানীয় সময় রাত পৌনে নয়টায় আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নওয়াজ ও মরিয়ম। বিমানটি অবতরণের পর তাতে প্রায় ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রবেশ করে।
সেসময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেসটিগেশন এজেন্সী (এফআইএ) এর তিন সদস্য নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করেন। আর দেশটির জাতীয় জবাবদিহিতা মূলক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরো (এনএবি) আটক করেন নওয়াজদের।
এদিকে,তাদেরকে জেলে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে দেশটির জবাবদিহিতামূলক সংস্থা এনএবি এবং পাঞ্জাব প্রদেশ।
প্রসঙ্গত, অ্যাভেনফিল্ড ফ্ল্যাট দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের উচ্চ আদালত। আর নওয়াজকে এই কাজে সহযোগিতার জন্য সাত বছরের জেল দেওয়া হয় মরিয়ম নওয়াজকে।
আরও পড়ুন : নওয়াজ ফিরলেই নেওয়া হবে কারাগারে