আওয়ার ইসলাম : নবীদুহিতা হযরত ফাতেমা রা. একবার কোনো একটি অনুযোগ নিয়ে পিতৃগৃহে উপস্থিত হন। হযরত মুহাম্মদ সা. মেয়ের হাতে একটি চিরকুট তুলে দিয়ে বললেন, এ চিরকুটে যা লেখা আছে তা শিখে নেবে।
হযরত ফাতেমা রা. চিরকুটটি খুলে দেখতে পেলেন, তাতে লেখা আছে :
‘যে ব্যক্তি আল্লাহ ও আখেরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে তার উচিত প্রতিবেশিকে কষ্ট না দেয়া। যে ব্যক্তি আল্লাহ ও আখেরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে তার উচিত মেহমানের সম্মান করা। যে ব্যক্তি আল্লাহ ও আখেরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে তার উচিত উত্তম কথা বলা অথবা নীরব থাকা।’
সূত্র : মাকাতিবুর রাসুল: ৫২৭ : ৩
ভোট বিষয়ে মুফতি শফি রহ. এর ঐতিহাসিক ফতোয়া