আওয়ার ইসলাম : কুরআনের ভাষ্য অনুযায়ী, রাসূল সা. আমাদের সকলের জন্যই জীবনের সকল ক্ষেত্রেই উত্তম আদর্শ। সৌন্দর্যময় ও আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবনযাপনের দৃষ্টান্ত উপস্থাপনের উদ্দেশ্যেই পৃথিবীতে রাসূল সা. এর আগমন। জীবনের আর সকল বৃহৎদিকসমূহের মতই ব্যক্তিগত জীবন যাপনের ক্ষেত্রেও রাসূল সা. এর জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ।
খাবার গ্রহণের সময় রাসূল সা. যে আদব মেনে চলতেন, সহীহ হাদীসসমূহের আলোকে নিচে সে সম্পর্কে ১৩টি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ করা হলো -
১. খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা
২. খাওয়ার জন্য মেঝেতে বসা
৩. একাকী খাওয়ার পরিবর্তে একত্রে আহার করা
৪. যে কোনো কিছুই ডান হাত দিয়ে খাওয়া
৫. নিজের নিকটবর্তী পাত্র থেকে খাবার খাওয়া
৬. তিন আঙ্গুল দিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করা
৭. কোনো খাবারের সমালোচনা না করা
৮. খাবার সুস্বাদু হলে তার প্রশংসা করা
৯. কোনো খাবার পাত্রের বাইরে পড়ে গেলে তা ফেলে না দেওয়া এবং তুলে নিয়ে পরিষ্কার করে আহার করা
১০. অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা
১১. খাবার পর আঙ্গুলে লেগে থাকা খাদ্যের অংশ চেটে নেওয়া
১২. খাবারের পাত্র মুছে পরিষ্কার করে খাওয়া
১৩. খাওয়ার পর আল্লাহর প্রশংসা করা
উৎস : ইসলামি বার্তা ।
আরও পড়ুন : চামচ দিয়ে খাবেন না হাত দিয়ে?