আওয়ার ইসলাম: শুক্রবার রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ও গাজীপুর ইউনিয়নের মাঝামাঝি জায়গায় কাটাখালি মাঝের চর এলাকায় এমভি শাফাতুল হক-২ নামের অপর জাহাজের ধাক্কায় হাইমচরে মেঘনা নদীতে এমভি ‘মিলিনিয়াম’ নামের একটি ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজে থাকা মাষ্টারসহ ১২ জন শ্রমিক উদ্ধার হয়েছে। এদের মধ্যে লস্কর ও বাবুর্চি আহত হয়েছেন।
জাহাজের মাস্টার শামছুল হক জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে এক হাজার টন ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে জাহাজটি ছেড়ে আসে। জাহাজটি কাটাখালি মাঝের চর এলাকায় আসলে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এমভি শাফাতুল হক-২ জাহাজটির ধাক্কা লেগে এমভি মিলিনিয়াম কাত হয়ে আস্তে আস্তে নদীতে ডুবতে থাকে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল দিয়ে যাওয়া এমভি ওশান লাইট নামে অপর জাহাজ তাদের এ অবস্থা দেখে ১২ জনকে উদ্ধার করে। তবে লস্কর নুরুন্নবী ও বাবুর্চি নয়ন আহত হয়েছেন। তাদেরকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানিয়েছেন, খবর পেয়ে আমরা ওই জাহাজের ১২ জনকে উদ্ধার করেছি। এমভি মিলিনায়ম জাহাজটি ক্লিংকারবোঝাই ছিল। আর অপর জাহাজটি সম্পর্কে এখনো কোনো তথ্য পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছি।
এইচজে