সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বিজেপি এমপি বললেন, জিন্নাহ মহাপুরুষ; তার ছবি নিয়ে বিতর্ক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহয় ছবি বিতর্কে  এবার ক্ষমাতাসীন দল বিজেপির বিপরীতে গিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের বিজেড়ি এমপি সাবিত্রী বাই ফুলে। তিনি বলেছেন, মুহাম্মদ আলী জিন্নাহ একজন ‘মহাপুরুষ’।

এতে অশ্বস্তিতে পড়েছে বিজেপির অন্য মন্ত্রী  এমপিরা। বিজেপির অধিকাংশ মন্ত্রী এমপিই জিন্নাহর ছবি  বিতর্কে জড়িয়ে পড়েছেন।

সাবিত্রী বাই ফুলে বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মহাপুরুষের অবদান আছে, ধর্ম-বর্ণের উর্ধ্বে  উঠে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। জিন্নাহর মতো মহাপুরুষের ছবি যেখানে প্রয়োজন সেখানে শ্রদ্ধাসহকারে বসাতে হবে। স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই জিন্নাহকে শ্রদ্ধা করা হচ্ছে। লোকসভাতেও ওর ছবি রয়েছে। শ্রদ্ধা সহকারে তার নাম নেয়া উচিত।’

তিনি আরো বলেন, দারিদ্রতা, দুর্নীতি ও দলিত সম্প্রাদায়ের বিষয় থেকে দৃষ্টি ফেরাতেই হঠাৎ করে জিন্নাহর ছবি  বিতর্ক সামনে আনা হয়েছে। আসল সমস্যার দিকে নজর না দিয়ে অনর্থক জিনিসের দিকে মনযোগ ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দফতরে থাকা মুহাম্মদ আলি জিন্নাহর ছবি অপসারণের দাবিতে আন্দোলন চালাচ্ছে হিন্দুত্ববাদীরা। ছাত্র সংসদের আজীবন সদস্য হিসেবে ১৯৩৮ সাল থেকেই জিন্নাহর ছবি রয়েছে বিশ্ববিদ্যালয়ে।

‘হিন্দু যুব বাহিনী’র সদস্যরা তার ছবি অপসারণের দাবিতে মাঠে নামায় আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে সহিংসতা ছড়ায়।  এতে বিজেপি নেতারা হিন্দু বাহিনীর পক্ষ নিলে রাজ্য জুড়ে দাঙ্গার আতংক ছড়িয়ে পরে।

সূত্র: মিল্লাত টাইমস

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ