আওয়ার ইসলাম: সম্প্রতি মালয়েশিয়ার অনুষ্ঠেয় ১৪ তম সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে দলীয় প্রধান হিসেবে বারিসান ন্যাশনাল থেকে পদত্যাগ করেছেন সদ্য সাবেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
দলীয় জেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে রাজাক বলেছেন, আমি ইউএমএনও এর প্রেসিডেন্ট এবং বারিসান ন্যাশনাল এর সভাপতি পদ থেকে সরে দাড়াচ্ছি। দ্যা ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশন(ইউএমএনও) হচ্ছে জোটের প্রধান দল।
উল্লেখ্য, গত বুধবার বিরোধী দলীয় জোটের নেতা মাহাথির মোহাম্মদের কাছে এক নাটকীয় পরাজয়ের মাধ্যমে ক্ষমতা হাতছাড়া হয় নাজিব রাজাকের। ইউএমএনও বিগত ষাট বছর ধরে মালয়েশিয়ার ক্ষমতায় আছে। সম্প্রতি নির্বাচনে নিজ দলের সাবেক নেতা এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান।
৯২ বছর বয়সে নির্বাচনে জয়ী হয়ে মাহাথির মোহাম্মাদ বিশ্বের সবচেয়ে বয়সী প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হয়েছেন।
রাজনীতি থেকে অবসর গ্রহণ করার পরও নাজিব রাজাককে দুর্ণীতির দায়ে অভিযুক্ত করে বিরোধী দলের জোট নেতা হিসেবে রাজনীতিতে ফিরে এসেছিলেন মাহাথির। নাজিব সংবাদ সম্মেলনে আরও জানান, যেহেতু দল সাধারণ নির্বাচনে জিততে পারেনি, তো দলনেতা হিসেবে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে পদ থেকে সরে যাওয়া। তো, এই নীতির অংশ হিসেবে আমি এই দুই পদ থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছি।
নাজিব রাজাকের জায়গায় দলটির প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। জাহিদ হামিদি বলেন, আমি অনুরোধ করবো সকল ইউএমএনও সদস্য এবং সমর্থকরা দলের নতুন নেতৃত্বকে সমর্থন করবে এবং ঐক্যবদ্ধ হবে।
উল্লেখ্য, নাজিব ও তার স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে অভিবাসন বিভাগ। আজ শনিবার ছুটি কাটাতে নাজিব ও তার পরিবারের বিদেশ যাওয়ার কথা ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস/এইচজে
আরো পড়ুন- মাহাথির কেন এতো জনপ্রিয়?