আওয়ার ইসলাম: দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংক্ষিপ্ত সময়ের জন্য আজ শুক্রবার( ১১ মে) তার নিজ এলাকা মিঠামইন সফরে আসেন।
বেলা ১২টার দিকে তিনি মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে রিকশাযোগে ডাকবাংলোয় যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন।
পরে রাষ্ট্রপতি রিকশাযোগে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেখান থেকে রাষ্ট্রপতি রিকশাযোগে মিঠামইন বাজার ঘুরে ঘুরে দেখেন।
পরে নিজ বাড়ি সংলগ্ন কামালপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে পিতা-মাতার কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেন।জিয়ারত শেষে নিজ বাড়ির আঙ্গিনায় নির্মিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমার এলাকায় আসতে কয়েকদিন দেরি হলো।
আরো পড়ুন- রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী