সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি বলেছেন, পবিত্র গ্রন্থ নাযিলের মাস আসছে, মুমিনের ইবাদতের মাস আসছে, এ মাসের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার বাদ জুমা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে উত্তরার বাবুস সালাম মাদরাসার পার্শ্বে বাবুস সালাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর শুভ উদ্ভোধনকালে হেফাজত আমির আল্লামা শাহ্ আহমদ শফি এসব কথা বলেন। তিনি দেশবাসীর কাছে দু’আ কামনা করেন। তিনিও দেশ ও মানবতার কল্যানের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

তিনি আরো বলেন, আল-কুরআন আল্লাহর নাযিলকৃত মহাসত্য ও পবিত্র গ্রন্থ। কুরআনের সামনে বাতিল কোনদিন টিকতে পারে না। এই জন্য সারা দেশে কুরআনী শিক্ষার বিস্তার ঘটাতে হবে। তিনি বলেন, ইয়াহুদীরা ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার জন্য নানামুখি ষড়যন্ত্র করছে।

এই ষড়যন্ত্র মোকাবেলা করে দীনে ইসলামের হেফাজত এবং ইসলামি আক্বিদা-বিশ্বাসকে সংরক্ষণের জন্য ব্যাপকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, উলামায়ে কেরাম আল্লাহর জন্য নিবেদিত। আমাদের লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা সেই লক্ষ্যেই দেশব্যাপী কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান আসন্ন। এই মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত। এই নিয়ামতকে সামনে রেখে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। মাহে রমজানকে পালনের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানে নেক আমলে মশগুল থাকতে হবে।

বদ আমল থেকে বিরত থাকতে হবে। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রহজানের পবিত্রতা রক্ষা করুন। কুরআন নাযিলের মাসে বেশী বেশী কুরআন তিলাওয়াত করুন, কুরআন বুঝুন, কুরআনময় সমাজ গড়ে তোলার চেষ্টা করুন। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় যাকাত-ফিতরা সুষ্ঠুভাবে আদায় করুন।

অশ্লীলতা,ব্বহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, দূর্নীতিসহ যাবতীয় অনাচার ও ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকুন। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন।

বাবুসসালাম ফাউন্ডেশনের পরিচালক মুফতি আনিসুর রহমানের সভাপতিতত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, হেফাজত ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত আমিনী, হেফাজত গাজীপুর জেলা সেক্রেটারী মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দপ্তর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, আল্লামা শফীর একান্ত সহকারী মাওলানা শফী, মহানগর সদস্য মাওলানা আনছারুল হক ইমরানসহ স্থানীয় উলামায়ে কেরাম, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাবুস সালাম মাদরাসার শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় মরক্কোর ‘অাল কারওয়্যাইন’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ