আওয়ার ইসলাম: আফগানিস্তানে তালেবানদের হামলায় অন্তত ৩০ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের
জানা যায়, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের পৃথক ঘাঁটিতে এ হামলা করে তালেবানরা।
দেশটির সরকারি কর্মকর্তারা জানায়, ইরানে নিষিদ্ধ মাদক আফিম রফতানি এই হামলার মুখে পড়েছে পুলিশ।
বার্তা সংস্তা রয়টার্স জানায়, আফগানের বালাবুলুক জেলায় একটি পুলিশ ঘাঁটিতে বৃহস্পতিবার তালেবান যোদ্ধারা আক্রমণ করলে সারারাত ধরে ভারী গুলিবিনিময় হয়।
সকালে সেখানে ২৩ পুলিশের মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় পাওয়া যায়। ফারাহ শহরে আরেকটি হামলায় তালেবান যোদ্ধারা ১১ পুলিশ সদস্যকে হত্যা করে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের দখল নিয়েছে।
পুলিশ অনেক চেষ্টা করেও তালেবানের হামলা ঠেকাতে সমর্থ হয়নি।
আফগানিস্তানে হাফেজদের ওপর হামলার কৌশল ছিল ঝুঁকিপূর্ণ : জাতিসংঘ
-আরআর