আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর শহরের বড় মসজিদ প্রাঙ্গনে ইমাম-মুয়াজ্জিন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসম্মেলনে সহস্রাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অংশ নেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কাজী শহীদ ইসলাম পাপুল সংগঠনকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সূত্র জানায়, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনম নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও নাগরিক ফাউন্ডেশনের মহাসচিব কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।
এছাড়া প্রধান বক্তার বক্তব্য রাখেন- এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী শহীদ ইসলাম পাপুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, ইমাম মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা বশির আল হেলাল প্রমুখ।
এইচজে