আওয়ার ইসলাম: বৃহস্পতিবার অন্যান্য দিনের মতই মোটরসাইকেলে করে স্কুলশিক্ষিক স্ত্রী শিমুলকে তার কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন রুবেল। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহন নামে একটি বাস তাদের মোটসাইকেলকে চাপা দেয়।
এসময় তার স্ত্রী শিমুল ছিটকে রাস্তার পাশে পড়ে যান। তবে মোটরসাইকেলসহ রুবেল বাসের নিচে আটকে যায়।
এ অবস্থাতেই রুবেলসহ প্রায় ৩শ’ ফুট দূরে গিয়ে বাসটি থামে। ঘটনাস্থলেই রুবেল নিহত হয়। জনতার ধাওয়ায় মুখ বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এক পর্যায়ে বাসটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
গুরুতর অাহত রুবেলের স্ত্রী শিমুলকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র ৮ মাস আগে বিয়ে করেছিলেন মো. রুবেল। মোটরসাইকেলে করে স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে গিয়ে চাপা পড়েন চলন্ত বাসের নিচে। কিন্তু বাসটি না থেমে তাকে ছেঁচড়ে নিয়ে ৩’শ ফুট দূরে গিয়ে থামে। ততক্ষণে আর বেঁচে নেই রুবেল।
আরো পড়ুন- ২৮ জুনের মধ্যে ভোট হচ্ছে গাজীপুরে, স্থগিতাদেশ বাতিল