সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন

কাশ্মীরে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে সর্ব শক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণা সেনাপ্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সেনাপ্রধান বিপিনি রাওয়াত এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, কাশ্মীরী যুবকদের বোঝা উচিত, আজাদি কোনওদিন আসবে না। ভারতীয় সেনার সঙ্গে লড়াই করে কখনও জিততে পারবে না তারা। কাশ্মীরের যুবসমাজকে বিপথে চালিত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি যবুবসমাজকে বলেন, আজাদি কখনওই সম্ভব নয়, তাই অন্যের কথায় তাদের ভেসে যাওয়া অনুচিত। কাশ্মীরীদের প্রতি তাঁর প্রশ্ন, কেন অস্ত্র তুলে নিচ্ছ তোমরা? যারা আজাদি চায়, বিচ্ছিন্নতা চায়, তাদের বিরুদ্ধে ভারতীয় সেনা সব সময় লড়বে, বুঝে নাও, শেষ পর্যন্ত কিচ্ছু পাবে না তোমরা, আজাদি কখনওই সম্ভব নয়।

তাঁর কথায়, কাশ্মীর সমস্যার সমাধান সেনা দিয়ে সম্ভব নয়, রাজনৈতিক পন্থাই বাছতে হবে। নাগরিক মৃত্যু রুখতে সেনা অপারেশন বন্ধ করতে তাঁরা তৈরি। কিন্তু তারপর সেনার ওপর যে গুলি চলবে না, তা কে নিশ্চিত করবে। প্রশ্ন সেনাপ্রধানের।

সেনার বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেছেন, পাকিস্তান, সিরিয়া হলে এই পরিস্থিতিতে ট্যাঙ্ক চালিয়ে দিত, বিমানহানা করত। কিন্তু প্রচণ্ড উসকানির পরেও ভারতীয় সেনা নাগরিক মৃত্যু প্রাণপণে এড়াতে চেষ্টা করে। তাঁর কথায়, যুবসমাজ ক্ষুব্ধ ঠিকই কিন্তু তাদের বুঝতে হবে বাহিনীর ওপর হামলা চালানো, পাথর ছোঁড়া কোনও পন্থা নয়।

সেনাপ্রধানের সাফ কথা, সেনার সঙ্গে লড়ে জেতা সম্ভব নয়। এনকাউন্টারে কজন স্বাধীনতাকামী মারা যাচ্ছে, তা নিয়েও মাথা ঘামান না তিনি। কারণ নতুন নতুন মুখ প্রতিদিন  ওই দলে নাম লেখাচ্ছে, এই বৃত্ত এভাবেই ঘুরতে থাকবে।

একইসঙ্গে রাওয়াত বলেছেন, উপত্যকার এই মৃত্যু মিছিল সেনাকে সুখী করে না। কিন্তু যদি তোমরা আমাদের বিরুদ্ধে লড়তে চাও, তবে আমরাও লড়ব সর্বশক্তি দিয়ে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ