আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার ঘোষণায় ট্রাম্পের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ট্রাম্প বিভ্রান্ত হয়ে এটা করেছেন।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে এ সমঝোতা থেকে বের করে নেয়ার ঘোষণা দেয়ার পর ওবামা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ট্রাম্পের ঘোষণা প্রচারিত হওয়ার পর ওবামা বলেন, এ সিদ্ধান্ত ‘মারাত্মক ভুল’। ২০১৫ সালে ওবামার শাসনামলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী। বারাক ওবামা বলেন, আমেরিকার শীর্ষস্থানীয় কূটনীতিক, বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনার পর ইরানের পরমাণু সমঝোতায় সই করেছিল ওয়াশিংটন। সেই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হবে আমেরিকার ইউরোপীয় মিত্রদের হাতছাড়া করা।
মঙ্গলবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও ছয় জাতিগোষ্ঠীর বাকি দেশগুলো এটি অক্ষুণ্ন রাখার পক্ষে মত দিয়েছে। জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের শীর্ষ নেতারা সাম্প্রতিক সময়ে এ সমঝোতায় অটল থাকতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এইচজে