দেওবন্দ প্রতিনিধি: ভারতের দারুল উলুম দেওবন্দে [ওয়াকফ] আল্লামা সালেম কাসেমী রহ. এর কবর জিয়ারতে এসেছিলেন দিল্লির তাবলিগের মারকাজ নেজামুদ্দীনের জিম্মাদার মাওলানা সাদ কান্ধলভী।
জানা যায়, সোমবার সংক্ষিপ্ত এক সফরে তিনি ওয়াকফ দেওবন্দে আসেন। এ সময় তাকে সঙ্গ দেন ওয়াকফ দেওবন্দের মুহতামিম ও আল্লামা সালেম কাসেমীর ছেলে মাওলানা সুফিয়ান কাসেমী।
গত ১৪ এপ্রিল ওয়াকফ দেওবন্দের মুহতামিম আল্লামা সালেম কাসেমী ইন্তেকাল করেন। সে সময় ব্যস্ততার কারণে জানাজায় উপস্থিত হতে না পারায় গতকাল কবর জিয়ারতে আসেন মাওলানা সাদ।
তিনি সেখানে একটি নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত মুসল্লিদের নিয়ে মুনাজাত পরিচালনা করেন।
তবে ওয়াকফে দেওবন্দ থেকে দারুল উলুম দেওবন্দের পাশাপাশি হলেও তিনি সেখানে যাননি।
মাওলানা সাদের ব্যাপারে আবারো অবস্থান স্পষ্ট করলো দেওবন্দ
-আরআর