বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

আজ মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন : মাহাথির জিতবেন কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ বুধবার মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে লড়বেন বর্তমান প্রধানমন্ত্র নাজিব ও ২২ বছরের টানা প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ। মাহাথির মুহাম্মদ এর আগে দীর্ঘদিন ক্ষমতায় থেকে মালয়েশিয়াকে একটি আধুনিক রাষ্ট্রের মর্যাদা দিয়েছেন।

একদিকে ৯২ বছর বয়সী সেই কিংবদন্তী নায়ক মাহাথির মুহাম্মদ অপরদিকে এক মেয়দেই রাষ্ট্রীয় ফান্ড খালি করে বিদেশে পাচার করার অভিযোগে দায়ী নাজিব রাজাক। আজকের ভোটে কাকে বেছে নেবেন মালয়েশিয়ার জানগণ?

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নাজিবের বিরোধিতা করে মাহাথির সরকারী দল ইউনাইটেড মালয়াস ন্যাশনাল অরগানাইজেশন (ইউএনও) দল থেকে বের হয়ে বিরোধী দলে যোগ দিলে দলটি মাহাথিরকে এই নির্বাচনে নাজিবের প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করে।

মার্কিন তদন্ত কর্মকর্তারা জানান, নাজিবের সহযোগিতায় ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ ফান্ড থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার পরিমাণ অর্থ আত্মসাত করা হয়। এছাড়া বিভিন্ন সময় ৭শ’ মিলিয়ন ডলার নাজিবের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে।

তবে নাজিব এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। নাজিবের ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের এই কেলেঙ্কারির ঘটনা মালয়েশিয়ার মিত্র দেশ যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের তদন্তে বের হয়ে আসে।

২০১৫ সালে পণ্য ও সেবায় কর আরোপের বিষয়টি দরিদ্র মালয়দের মনে রয়েছে। এসব বিষয় ভোটারদের ভোট দেয়ার সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলতে পারে।

মার্দেকা সেন্টার ফর ওপিনিয়ন রিসার্চের সহপ্রতিষ্ঠাতা ইব্রাহিম সুফিয়ান বলেন, ‘নির্বাচনের প্রচারাভিযানে অর্থনীতি ও জীবনযাপনের ব্যয় নিয়ে কথা বলা হচ্ছে, তবে দুর্ভাগ্যজনকভাবে সত্য যে, আসলে কে দেশটির অধিকাংশ মুসলিম নাগরিকদের যোগ্য প্রতিনিধিত্ব করতে পারবেন, সেটি নিয়ে ততটা কথা বলা হচ্ছে না।’

পর্যবেক্ষকরা মনে করেন, ক্ষমতাসীন জোট আজকের ভোটাভুটিতে বিজয়ী হতে পারেন, যদিও দলটির কিছু ভোট তাদের ব্যালট বাক্সে না পড়ে বরং হাত ছাড়া হয়ে যেতে পারে।

আরো পড়ুন : ইরানের পরমাণু চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের : মিত্রদের ক্ষোভ

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ