আওয়ার ইসলাম: প্রায় ২ কোটি ৬৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ঘুষ নেওয়ার অভিযোগে চীনা কমিনিস্ট পার্টির সান ঝেংচাই নামের এক সাবেক শীর্ষনেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত।
এ ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনের যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে সান ঝেংচাই সর্বশেষে রয়েছেন।
গত এপ্রিলে ঘুষ গ্রহণের দায়ে ৫৪ বছর বয়সী সান ঝেংচাইকে অভিযুক্ত করা হয়। সান ঝেংচাই পালিটব্যুরোর সাবেক সদস্য। এছাড়া তিনি চংকিং শহরের সাবেক দলীয় প্রধানও।
প্রেসিডেন্ট শি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছেন। তারপর থেকে এ অভিযানে দশ লাখেরও বেশি কর্মকর্তা শাস্তি পেয়েছেন।
খবর: জাপান টাইমস