আবদুল্লাহ তামিম: লেবাননে ভোটাররা ৯ বছরে এই প্রথম সংসদীয় নির্বাচনে ভোট দিচ্ছেন জানা গেছে। রোববার এ ভোট অনুষ্ঠিত হয়।
এর আগে কয়েকবার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কারণে নির্বাচন মুলতুবী করা হয় দেশটিতে।
প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে পশ্চিমী দেশগুলো সমর্থিত প্রধানমন্ত্রী সাদ হারিরী'র ফিউচার মুভমেন্ট দলের জোট এবং ইরান সমর্থিত হেজবোল্লাহ গ্রুপের মধ্যে।
লেবাননের ১২৮ সদস্যের সংসদে ৮৬ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদের আসন মুসলমান ও খৃষ্টানদের মধ্যে সমভাবে ভাগ করা। রোববারের নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে।
ভোট গণনার জন্য কয়েকদিন সময় লাগবে বলে জানায় লেবানন নির্বাচন কমিশন।
আরো পড়ুন- মদিনায় হোটেলে অগ্নিকাণ্ড!