হাওলাদার জহিরুল ইসলাম: পবিত্র রমজানের পর বাণিজ্যিকভাবে বহু প্রতীক্ষিত হারামাইন ট্রেন সার্ভিস চালু হচ্ছে। ১৬ শাওয়াল থেকে সার্ভিসটি চালু হবে বলে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের যোগাযোগ মন্ত্রী ড. নাবিল আল আমুদি। তিনি গণমাধ্যমকে জানিয়ে বলেন, রমজানের পরই যাতে হারামাইন এক্সপ্রেস নির্বিঘ্নে চলতে পারে সে লক্ষ্যে সব ধরণে প্রস্তুতি প্রায় সম্পন্ন। কিছু কাজ বাকি আছে তা আগামী ঈদের আগেই শেষ হবে।
২০১৯ সালের প্রথম ৬ মাসে এ সার্ভিসটি পুরোপুরিভাবে চালু হবে। এতে হজ ও ওমরা পালন কারীদের জন্য বিশেষ সুবিধা থাকবে।জেদ্দাসহ কয়েকটি বিমান বন্দর থেকে মক্কা নগরীতে এই ট্রেন চলাচল করবে।
সূত্র: আল আরাবিয়া