আবদুল্লাহ তামিম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেছেন তার দেশে "নতুন সামরিক অভিযান" হবে। এরদোগানের মতে, এই সামরিক অভিযান পূর্বের মতই হবে।
ইতির্পূর্বে উত্তর সিরিয়াতে কুর্দি যোদ্ধা ও চরমপন্থীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল সামরিক অভিযান, কিন্তু এবারের অভিযান কাদের বিরুদ্ধে পরিচালিত হবে কেউ বলতে পারছে না।
রোববার ইস্তাম্বুলে রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করে এরদোগান বলেন, তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের সীমান্তে নতুন করে অপারেশন করবে। তুরস্কের আসন্ন নির্বাচন ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে এ অভিযান ও সতর্কতা বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা।
এরদোগান রোববার কর্মসূচী ঘোষণা করে আরো বলেন আমাদের লক্ষ্য এই সমস্ত সন্ত্রাসী সংগঠনকে নিয়ন্ত্রণ করা।তাদেরকে আক্রমণের ইতিহাসকে মুছে আমরা শান্তির নতুন ইতিহাস সৃষ্টি করবো।
আল-আরাবিয়া উর্দূ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
আরো পড়ুন- এবার রমজানে বিদেশি ওমরাহ পালনকারীদের তাওয়াফের জন্য বিশেষ ব্যবস্থা