আবদুল্লাহ তামিম: পবিত্র বায়তুল্লাহয় অবস্থিত মাতাফ রমজানের ওমরাহ পালনকারীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত করার আদেশ দিয়েছেন মক্কার গভর্নর, কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারম্যান খালেদ আল ফয়সাল।
তার নির্দেশ অনুযায়ী রমজান মাসে পবিত্র ওমরাহর তীর্থযাত্রীদের জন্য মাতাফ বিশেষভাবে সংরক্ষিত থাকবে। এ ব্যবস্থাপনার উদ্দেশ্য যারা ভিন দেশ থেকে ওমরাহ করতে আসবে তারা যেনো মাতাফে ইবাদত ও তাওয়াফ করতে সক্ষম হোন।
মক্কায় যারা অবস্থান করে বা মক্কার বাসিন্দারা মাগরিব নামাজের পর থেকে মাতাফ এলাকায় ঢুকতে পারবে না তারাবির নামাজের শেষ পর্যন্ত।
এ ছাড়াও রমজানের শেষ ১০ দিনের মধ্যে তাহাজ্জুদ নামাজ শেষ না হওয়া পর্যন্ত বাহিরের ওমরা পালনকারীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত থাকবে। সেমসয় স্থানীয় যারা নামাজ আদায় করতে চায় বাহিরে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
গত রমজান মাসে এ সিদ্ধান্তগুলি নেয়া হলেও যথাযথভাবে পালন করা না হলেও এবার সরকার এ পদক্ষেপগুলি খুব গুরুত্বের সঙ্গে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন।
সৌদি গ্যাজেট থেকে আবদুল্লাহ তামিম এর অনুবাদ
আরো পড়ুন- দেওবন্দের মসজিদে রশিদ সংলগ্ন রোডে অগ্নিকাণ্ড