সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ; নিহত ১৪, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : আফগানিস্তানের খোস্ত শহরে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবে ব্যবহৃত ইয়াকুবি মসজিদে গতকাল রবিবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত ও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

আফগানিস্তানের গণস্বাস্থ্য  মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ আল জাজিরাকে এসব তথ্য জানিয়েছেন। বোমা বিস্ফোরণের সময় মানুষ নামায ও ভোটার রেজিস্ট্রেশনের জন্য মসজিদে সমবেত হয়েছিলো। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আল জাজিরাকে বলেছেন, তার দল এই হামলায় জড়িত ছিলো না। আফগানিস্তান আগামী অক্টোবরে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে।

এর পর এ মাসের গোড়ার দিকে রাজধানী কাবুল ও বাঘলান প্রদেশে ভোটার রেজিস্টেশন কেন্দ্রে পৃথক বোমা হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ইসলামিক স্টেট কাবুলে হামলার দায় স্বীকার করেছিলো।

আল জাজিরা থেকে ওমর ফাইয়াজের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ