বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


শুধু ছেলে নয় মেয়েদেরও ইসলামি শিক্ষায় গুরুত্ব দিন: ভারতীয় আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : ভারতের বিখ্যাত আলেমে দীন মাওলানা সাইয়েদ মুকাররাম হোসাইন সাহারানপুরি বলেছেন, সমাজকে পরিশুদ্ধ করতে নারীদের সুশিক্ষিত হওয়া অপরিহার্য।

দক্ষিণ ভারতের জামিয়া রহমত ঘাঘরুলীর অষ্টম রহমত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুকাররাম হোসাইন সাহারানপুরি বলেন, নারীদের সুশিক্ষিত হতেই হবে, কারণ শিশুর প্রথম মাদরাসা মায়ের কোল। আর শিক্ষাই মুসলিম উম্মাহর উন্নতি ও সফলতার চাবিকাঠি।

ছেলেদের শিক্ষা দানের পাশাপাশি মেয়েদের শিক্ষাদানের প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে এই প্রাজ্ঞ আলেম বলেন, আমাদের ঘরে মা-বোনরা সুশিক্ষিত হলে ইনশাআল্লাহ সমাজ পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতে পারবে।

এই কনফারেন্সে পুরো ভারত বিশেষত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ, হরিয়ানা, উত্তরখণ্ড ও উত্তর প্রদেশের প্রসিদ্ধ ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

মাওলানা হাকিম মুহাম্মাদ আব্দুল্লাহ মুগিসীর সভাপতিত্বে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী।

সূত্র: রোজনামা খবরেঁ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ