আওয়ার ইসলাম: কাশ্মীরে শিশু আসিফা বানুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল বিশ্ব। আলোচনায় নানাভাবে এসেছে ঘটনাটি।
এবার এ ঘটনায় লন্ডনে তোপের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা যায়, বুধবার (১৮ এপ্রিল) নরেন্দ্র মোদি লন্ডনে পৌঁছালে বিক্ষোভ করেন শতাধিক ভারতীয়। ডাউনিং স্ট্রিট ও পার্লামেন্টের বাইরে এ বিক্ষোভ করেন তারা।
ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে সাক্ষাৎ করতে ডাউনিং স্ট্রিটে যান মোদি। এ সময় পার্লামেন্টের বাইরে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে তারা কাশ্মীরে শিশু আসিফা হত্যার তীব্র নিন্দার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভে ‘মোদি গো হোম’, ‘মোদি স্টপ কিলিং মাইনোরোটিজ’ এবং ‘উই স্ট্যান্ড অ্যাগেইনস্ট মোদি’স অ্যাজেন্ডা অব হেট অ্যান্ড গ্রিড’ বিভিন্ন প্লেকার্ড তুলে ধরেন বিক্ষোভকারীরা।
শিশু আসিফা হত্যায় অবশেষে মুখ খুললেন ভারতের রাষ্ট্রপতি