বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

পাকিস্তানের ১ জেলায় খোলা আকাশের নিচে ৩৫৪ স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী: পাকিস্তানের খায়বর পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান জেলার ৩৫৪ স্কুলের শিক্ষার্থী পাঠ নিচ্ছে খোলা আকাশের নিচে । এসব স্কুলের কোনোটির বিল্ডিং আছে তো ছাদ নেই, আবার কোনোটির বিল্ডিংই নেই।

সরকারি হিসেব মতে ওই এলাকার প্রায় ৩০-৪০ হাজার শিশু এ পরিস্থিতির শিকার। এসব স্কুলে ভর্তির হার ও শিক্ষার মানও সন্তোষজনক নয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিবিসি উর্দুর এক সরেজমিন প্রতিবেদনে বলা হয়, ৮৭ হাজার মানুষের জনবহুল উপত্যকার কান্দায়া। যেটি দাসু থেকে ৪৫ কিলোমিটার পুবে অবস্থিত। এখানে প্রায় ২০০ শিশু বালুর ওপর বসে খোলা আকাশের নিচে পাঠ নিচ্ছে। এখানে যদিও কোনো দালান নেই তবু নদীর পাড়ের ছোট্ট এ জায়গাটিকে জিশুয়ি গভরমেন্ট প্রায়মারি স্কুল নামে অভিহিত করা হয়।

এ স্কুলে আশপাশের গ্রামগুলো থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। ২০১০ সালের এক বন্যায় ভেসে যায় এখানকার স্কুলগুলোর দালানকোঠা।

খোলা আকাশের নিচে পাঠদানকারী একজন শিক্ষক বিবিসিকে বলেন, বন্যা হয়েছে বেশ কয়েক বছর আগে। কিন্তু এখন পর্যন্ত এখানকার স্কুলগুলো মেরামত করার কোনো পরিকল্পনা চোখে পড়ছে না। শিশুদেরকে খোলা আাকশের নিচে বসিয়ে পাঠদান করতে হয়।

বিবিসিকে তিনি জানান, শীতের মৌসুমে ৩-৪ ফুট পুরু হয়ে বরফ জমে যায়। তখন বাচ্চাদের পড়ানোর কোনো পরিস্থিতিই থাকে না। এসব কারণে শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহও কমে যায়।

এটি একটিমাত্র উদাহরণ। এমন কয়েকশ স্কুলের অস্তিত্ব ছড়িয়ে আছে কোহিস্তানের পাহাড়ি উপত্যকা জুড়ে। যেখানকার মানুষজন দিনদিন শিক্ষার অভাবে ভুগছে। ফলে তাদের জীবনযাপনেও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

আরো পড়ুন : দাওরায়ে হাদিস মডেল টেস্ট-৩

আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ