২০ জন চোখের রোগীকে ভুল চিকিৎসায় অন্ধ করে দেয়ায় জরিমানা ক্ষতিপূরণ ২০ কোটি টাকা। গত ৪ থেকে ৬ মার্চ ৬০ জনের চোখের ছানি অপারেশন করে চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষুশিবির।
চিকিৎসাপ্রাপ্তদের মধ্যে ২০ জন চোখ হারিয়ে ফেলায় প্রতিজনের জন্য এক কোটি করে মোট ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশে চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত এ রিট করেন।
এ ঘটনায় জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি ও স্বাস্থ্য অধিদফতরের ‘ন্যাশনাল আই কেয়ারের’ পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বর্তমানে হাসপাতালটির চক্ষু চিকিৎসাসংক্রান্ত সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে হাসপাতালের লাইসেন্স বাতিল হতে পারে।
এসএস
আরো পড়ুন : মিশরের দৃষ্টি প্রতিবন্ধী শিশুর অলৌকিক প্রতিভা