আওয়ার ইসলাম: সৌদি ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালাল তাকে মুক্তির বিনিময়ে প্রতি মাসে তিন কোটি ডলার দিচ্ছেন সৌদি সরকারকে।
ব্রিটিশ দৈনিক টাইমস’এর বরাত দিয়ে মিডিল ইস্ট আই ডটনেট এ খবর দিয়ে বলছে, গোপন সমঝোতার মাধ্যমে ওয়ালিদ বিন তালালকে মুক্তি দেওয়া সময় তাকে বিপুল অংকের অর্থ দিতে হয়েছে।
এরপরও এখন মুক্ত জীবনযাপনের জন্য তাকে প্রতি মাসে ৩ কোটি ডলার দিতে হচ্ছে। এমনকি ওয়ালিদ বিন তালাল মুক্তি পাবার পরও লাখ লাখ ডলার সৌদি আরবে প্রভাবশালী কর্মকর্তাদের দিয়েছেন।
সৌদি যুবরাজ মুহম্মাদ বিন সালমান গত বছরের শেষের দিকে দুর্নীতি বিরোধী অভিযানে প্রিন্স ওয়ালিদসহ বেশ কয়েকজন প্রিন্স, মন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ীকে আটক করে।
এদের মধ্যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রিন্স ওয়ালিদ বিশ্বে সৌদি আরবের প্রতীক হয়ে আছেন। মুক্তির ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সৌদি আরব সরকার ও আমার মধ্যে নিশ্চিত বোঝাপড়া হয়েছে। চুক্তিটি আস্থার ও গোপনীয়। তা আমাকে সম্মান করতেই হবে।
তবে আন্তর্জাতিক মিডিয়ায় সৌদি ক্রাউন প্রিন্সের সমালোচনা করে বলা হচ্ছে, যুবরাজ সালমান নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পাশাপাশি বিরোধীদের ঘায়েল করতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন।
সূত্র: মিডলিস্ট মনিটর
সৌদি আরবের বিরুদ্ধে নাইন ইলেভেন মামলা চালুর নির্দেশ মার্কিন বিচারকের