আবদুল্লাহ তামিম: কাতার তার ভুল স্বীকার করে নিজেদের কেবলা ঠিক করা উচিত বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আদেল আল জুবাইর। শনিবার এ খবর জানিয়েছে আল আরাবিয়া।
আদেল আল জুবাইর বলেন, আমরা আশাবাদী কাতার নিজেদের ভুল সংশোধন করে নিবে। কাতার ভুল সংশোধন করলেই বয়কট তুলে নেওয়া হবে ও উপসাগরীয় দেশগুলোর অন্তর্ভুক্ত হতে পারবে। এ ক্ষেত্রে সৌদি আরবও কার্যকর ভূমিকা পালন করবে।
আদেল আল জুবাইর আরও বলেন, ইরান হুথি মিলিশিয়াদের সংগঠিত করেছে ও সৌদি আরবে মিসাইল হামলা চালিয়েছে।
সৌদি আরবের নিরাপত্তার জন্য অন্যকোনো দেশের প্রয়োজন নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আশ্চর্যজনক ও দুর্লব। ইরানের আঞ্চলিক সন্ত্রাসবাদ সৃষ্টি নীতি বাদ দেওয়া প্রয়োজন।
সূত্র: অাল-আরাবিয়া