আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন। আরও ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।
প্রতিদ্বন্দ্বিতায় তার নিকটতম প্রার্থী পাভেল গ্রোডিনিন ভোট পেয়েছেন মাত্র ১২ শতাংশ।
এ আগে এ নির্বাচন প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালিনিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
জয়ী হওয়ার প্রতিক্রিয়ায় পুতিন বলেন, 'গত কয়েক বছরের অর্জনের স্বীকৃতি এই ফলাফল।
একজন সাংবাদিক তার কাছে জানতে চান, এর পরেও তিনি আবার ছয়বছরের জন্য নির্বাচনে দাঁড়াবেন কিনা?
হেসে ভ্লাদিমির পুতিন বলেন, আপনি যা বলছেন, তা খানিকটা মজার। আপনি কি মনে করেন, একশো বছর বয়স না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো?
২০১২ সালের নির্বাচনে পুতিন ৬৪ শতাংশ ভোট পেয়েছিলেন। সে হিসাবে এবার তার ভোট কিছুটা বেড়েছে।
সূত্র: বিবিসি