সুফিয়ার ফারাবী
সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে রুবেল(৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা যায়।
শুক্রবার ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়িতে ওই ডাকাত সদস্যকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে ডাকাত সদস্য রুবেলকে নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়িতে অভিযানে যায় আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের একটি যৌথটিম। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা রুবেলের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষে গোলাগুলি চলাকালে রুবেল পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে আহত আবস্থায় উদ্ধার করে ডাকাত রুবেলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় ঢাকা উত্তর জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক তানভীর মোর্শেদসহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়িতে ডাকাত সদস্য রুবেলকে নিয়ে অভিযানে বের হলে বন্দুকযুদ্ধে মারা যায় ওই ডাকাত।