বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

'সিরিয়ায় জাতিসংঘের প্রবর্তিত যুদ্ধবিরতি অর্থহীন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সিরিয়ায় জাতিসংঘের প্রবর্তিত যুদ্ধবিরতি অর্থহীন। পূর্ব গৌতাসহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বাশার সরকারের অব্যাহত বোমা হামলার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

এ ব্যাপারে তুর্কি পার্লামেন্টে এরদোগান বলেন, তিনি বলেন, ‘যে যুদ্ধবিরতি কার্যকর হয়নি, মানুষের কাছে তার কোনো মূল্য নেই।’ তিনি আরও বলেন, ‘পূর্ব গৌতায় যা চলছে তা সহ্য করা কঠিন, তারা মানবিকতার ধার ধারে না।'

রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতা এলাকায় প্রায় চার লাখ লোকের বাস। ২০১৩ সাল থেকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে এটি। গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে সেখানে বিমান হামলা শুরু করেছে। এরপর গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব গৌতায় যে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেটিকে উদ্দেশ করেই এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

কিন্তু, ওই যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও বাশার বাহিনী ও তাদের মিত্র রাশিয়ার হামলায় গৌতায় ৭৫৬ জন নিহত হয়েছেন গত দুই সপ্তাহে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ