আওয়ার ইসলাম : সমাজকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবাইকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে নারী উন্নয়নে নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য পাঁচজন জয়িতা নারী হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবাইকে সমান সুযোগ দিতে হবে। কর্মক্ষেত্রে নারীদের মেধাকে কাজে লাগাতে হবে। নারী নির্যাতন বন্ধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে বলেও জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'একটা সমাজকে যদি গড়তে হয় যে সমাজে অর্ধেকই প্রায় নারী। অর্ধেক বাদ রেখে একটা সমাজ উন্নত হবে কিভাবে। সমাজকে উন্নত করতে হলে নারী পুরুষ সবাইকে সমান অধিকার দিতে হবে। সেভাবেই নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মক্ষেত্রে তাদের যে শক্তি মেধা সেটাও যাতে কাজে লাগে তার ব্যবস্থ টাও করতে হবে।