বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা হবে আজ বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১ এর চেতনা তৃণমুলে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায়, দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জনসভার প্রস্তুতি কাজ পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ জনসভা নিয়ে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেয়ার পর প্রথমবারের মতো জনসভায় বিপুল লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।

প্রস্তুতি পরিদর্শনে এসে ওবায়দুল কাদের জানান, ৭ই মার্চের জনসমাবেশে জাতির জনকের ৭১ এর চেতনা তৃণমুলে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সরাসরি সম্প্রচার করতে দেয়নি তখনকার পাকিস্তান সরকার। প্রায় সাড়ে ৪৬ বছর পর বঙ্গবন্ধুর সেই ভাষণ অমূল্য বিশ্বসম্পদ ও ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে তা সংরক্ষণ করার এবং বিশ্বকে জানানোর দায়িত্ব নিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো)।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ