জঙ্গি দমনের নামে সিরিয়ায় বিমান হামলায় ৪৪ জনের নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব সিরিয়ার ঘুঁটা শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়। শরণার্থী শিবিরের উপর বোমা ছোড়ার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪৪ জন।
নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। এদিনের এই ১০০-র বেশি জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে। লাগাতার চলতে থাকা একের পর এক হামলায় এখনও পর্যন্ত ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সিরিয়ার বুকে চলতে থাকা লাগাতার হামলায় গত সপ্তাহে নিন্দা জানিয়েছে মার্কিন প্রশাসন। এই হামলার পেছনে রাশিয়ার মদত রয়েছে বলে মার্কিন প্রশাসনের পক্ষ অভিযোগ তোলা হয়েছে। রুশ প্রশাসনও মার্কিন প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে।
অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই একের পর এক হামলায় মৃত্যুর উপত্যকায় পরিণত হয়ে গেছে সিরিয়া।