আওয়ার ইসলাম: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩০ ভরি স্বর্ণের গয়নাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ভারতে পাচার করার জন্য দুই নারী এই স্বর্ণ বহন করছিলো।
রবিবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে স্বর্ণ চোরাকারবারী জহুরুলের বাড়ি থেকে গয়নাগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন। আটক দুই নারী উপজেলার কাকডাঙ্গা গ্রামের স্বর্ণ চোরাকারবারী জহরুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৪০) ও মেয়ে সুমি খাতুন (১৮)।
কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার শামসুর রহমান জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, স্বর্ণ চোরাকাবারী জহুরুল ইসলাম ভারতে পাচার করার উদ্দেশে কয়েক ভরি সোনার গয়না নিয়ে বাড়িতে অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে চোরাকারবারী জহুরুল স্ত্রী ও মেয়ের সহযোগিতায় পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ ভরি এক আনা সোনার গয়নাসহ ওই দুই নারীকে আটক করে।
এসএস/