আওয়ার ইসলাম: ফেব্রুয়ারি মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির আশাব্যঞ্জক পরিবর্তন হয়নি বলে মনে করে দেশের অন্যতম মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
সংস্থার মাসিক পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এ চিত্র উঠে আসে। এ মাসে শিশু নির্যাতন এবং ধর্ষনের ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে ।
এছাড়াও নারী ধর্ষণ, গণ ধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দলে আহত ও নিহত, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা থেকে পাওয়া:
ধর্ষণ: ফেব্রুয়ারি মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ৪৭ জন নারী ও শিশু । এদের মধ্যে শিশু ২০ জন,২৭ জন নারী।
৭ জন নারী গণধর্ষণের শিকার হন। ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে। এই মাসে সাভারে এক পোশাককর্মী ধর্ষণের শিকার হয়। সিলেটে এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়।
টিএ