আওয়ার ইসলাম: কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে শিক্ষাসফর একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। বাসটিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর দাখিল মাদরাসার ছাত্র ও শিক্ষকরা ছিলেন।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বাসটি এখন খালে পড়ে আছে এবং বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোন মৃতদেহ পাওয়া যায়নি।
পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন বলেন, সকালে শ্রীরামপুর মাদরাসা থেকে দুটি বাস পিকনিকের উদ্দেশে বের হয়। একটি বাসে ছাত্রীরা ও আরেকটি বাসে ছাত্ররা ছিল। উভয় বাসেই শিক্ষকরা ছিলেন।
সকাল সাড়ে ১১টার দিকে খামারপাড়া এলাকায় পৌঁছালে ছাত্রবহনকারী বাসটি উল্টে রাস্তার পাশে খালে পড়ে যায়। স্থানীয়রা বাসযাত্রীদের উদ্ধার করে। এখনও বাসটি পানির মধ্যে আছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বাসটি উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোন লাশ পাওয়া যায়নি।
কেএল