বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সৌদি সেনাপ্রধান বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
অান্তর্জাতিক ডেস্ক

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন। পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিবিসির দেওয়া তথ্যমতে, সৌদি নেতৃত্বাধীন জোট প্রায় তিন বছর ধরে ইয়েমনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি জোট সেখানে কিছুটা বেকায়দার পড়ায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ সিদ্ধান্ত নিয়েছেন।

এরআগে, গেল বছর রাজপুত্র, মন্ত্রী, বিলিয়োনিয়ারসহ সৌদি আরবের প্রায় ডজনখানেক খ্যাতিমান ব্যক্তিকে রিয়াদের রিটজ কার্লটন নামক পাঁচ তারকা হোটেলে আটকে রেখেছিলেন সালমান বিন আব্দুল আজিজ।

তাদের অপরাধ ছিল তারা রাজপুত্রের নেতৃত্বে দেশটির দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি গাড়ি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ