আওয়ার ইসলাম
ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে ২০টি দেশের নওমুসলিম প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খবর ইকনা।
অনুষ্ঠিত প্রতিযোগিতা আমিরাতের 'দারুল বের্র' আঞ্জুমানের অন্তর্গত ইসলামী কেন্দ্র "আল-মা'লুমাত"-এর উদ্যোগে নও মুসলিম নারী ও পুরুষদের জন্য অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২০টি দেশের ৩০৯ জন প্রতিনিধির অংশগ্রহণ করেছেন।
ইসলামি শিক্ষাকেন্দ্র "আল-মা'লুমাত"-এর পরিচালক রাশেদ জেনিবি এ ব্যাপারে বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে, পবিত্র কুরআনের সাথে নওমুসলিমদের সম্পর্ক দৃঢ় করা ও তাদেরকে কুরআন হেফজের প্রতি আকৃষ্ট করা এবং পবিত্র কুরআনের অর্থ ও তার নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা।
গত বছরের তুলনায় এ বছর অংশগ্রহণের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমেরিকান, ইউরোপিয়ান, এশিয়ান এবং আফ্রিকান যেসকল নাগরিক সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতার শেষে হেফজ, হোসনে তিলাওয়াত ও তারতিল বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও পুরস্কার হিসেবে তাদের জন্য ওমরা হজ্জে পাঠানো হবে বলে ঘোষণা করেছে। সূত্র : ইকনা।